ব্যাংক ডাকাত সন্দেহে আটক হন ব্ল্যাক প্যান্থারের পরিচালক

|

ব্যাংক ডাকাতির চেষ্টা করছেন, এমন সন্দেহে জনপ্রিয় সিনেমা ব্ল্যাক প্যান্থারের পরিচালক রায়ান কুগলারকে দুই মাস আগে আটক করেছিল যুক্তরাষ্ট্রের আটলান্টা পুলিশ। অবশ্য দ্রুতই নিজেদের ভুল বুঝতে পেরে রায়ান কুগলারের কাছে ক্ষমা চেয়েছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

গতকাল বুধবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে পুলিশ। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিও প্রকাশের পর পরিচালক রায়ান কুগলার এক বিবৃবিতিতে বলেছেন, এমন ঘটনা খুবই অনভিপ্রেত। যাইহোক, ব্যাংক অব আমেরিকা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আচরণে আমি সন্তুষ্ট। এ নিয়ে কোনো অসন্তোষ রাখতে চাই না।
ভিডিওটিতে দেখা যায়, রায়ান কুগলার টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন। এ সময় পুলিশ তাকে টাকা করে।

আটলান্টা পুলিশ জানিয়েছে, তাদের কাছে একটি প্রতিবেদন এসেছিল। যেটিতে উল্লেখ করা হয়েছিল, রায়ান কুগলার ১২ হাজার ডলার তোলার চেষ্টা করেছিলেন। এজন্য ব্যাংক কর্মকর্তাকে একটি চিরকুট দেন। কিন্তু ব্যাংক কর্মকর্তার সন্দেহ হলে বিপত্তির শুরু। পরানো হয় হ্যান্ডক্যাপ। ১০ থেকে ১২ ঘণ্টা হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিলেন কুগলার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply