জায়নামাজ বিছিয়ে এমপির বিরুদ্ধে বৃদ্ধের অনশন, ভাঙালেন পুলিশ সুপার

|

বরগুনা প্রতিনিধি:

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অনশনে বসা সেই বৃদ্ধ বেলায়েত হোসেনের কথা শুনতে ছুটে গিয়েছেন বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১০টায় ওই বৃদ্ধের কাগজপত্র দেখে জমি বুঝিয়ে দেয়ার আশ্বাস দিয়ে অনশন ভাঙান পুলিশ সুপার।

এর আগে, সকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে জমি জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে ওই জমি দখলমুক্ত করার দাবিতে আমরণ অনশনে বসেন বৃদ্ধ। বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিনি জায়নামাজ বিছিয়ে অনশনে বসেন। বেলা ১টার দিকে একজন ব্যক্তি সেখানে এসে ব্যানার ছিঁড়ে তাকে অপদস্ত করে অনশন থেকে তাকে উঠয়ে দেয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন ওই বৃদ্ধ।

বেলায়েত হোসেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা। বেলায়েত হোসেনের অভিযোগ, কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে কাকচিড়া-লেমুয়া সড়কের দক্ষিণ পাশে তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন এমপি রিমন। কাজ শুরুর পর তিনি এমপির সাথে যোগাযোগ করলেও কোনো ফল হয়নি। পরে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কোনো সমাধান হয়নি। নিরুপায় হয়ে আজ তিনি জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলমুক্ত করার দাবিতে অনশনে বসেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply