পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্রের আঘাত: ‘ভুল করে ছোড়া’, দাবি দিল্লির

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের ভূখন্ডে আঘাত হানা সুপারসনিক মিসাইলের ব্যাপারে মুখ খুলেছে ভারত। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। ভুল করে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে নয়া দিল্লি। বৃহস্পতিবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতিতে এমন দাবি করা হয়। এরপর শুক্রবার (১১ মার্চ) ‘ভুল করে ছোড়া’ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রসঙ্গত, গত বুধবার ভারতের ছোড়া একটি সুপারসনিক মিসাইল পাকিস্তানের পাঞ্জাবে আঘাত হানে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের একটি নিরস্ত্র ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। ওই মিসাইলটি পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বৃহস্পতিবার এ ঘটনায় প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেন।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্রটি ভারতের হরিয়ানা রাজ্যের সিরসা থেকে উৎক্ষেপিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply