যেকোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে কিয়েভ, এমন শঙ্কার কথা প্রকাশ করেছেন ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিশকোর ভাই ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিশকো। বর্তমানে দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা সাবেক এই বক্সার সিএনএনকে জানান, রুশ সৈন্যরা পুরো দেশেই আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে তাদের মূল লক্ষ্য কিয়েভের দখল নেয়া।
ভ্লাদিমির ক্লিশকো বলেন, সামনের কয়েকদিনের মধ্যেই রাজধানীতে বড়সড় আক্রমণ হতে পারে। রুশ সৈন্যরা আবারও নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। নতুন কৌশল খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তারা। সঠিক সময় ও সঠিক পথের সন্ধানেই আছে রুশ সৈন্যরা। তাই প্রতিটি ঘণ্টাই দারুণ গুরুত্বপূর্ণ। এরপর যেকোনো মুহূর্তে কিয়েভে রুশ আক্রমণ শুরু হবে, এমনটাই ধারণা করছি আমরা। কারণ, কিয়েভে আধিপত্য বিস্তার করাই তাদের মূল লক্ষ্য।
মাতৃভূমি রক্ষার জন্য ইউক্রেনীয়দের ইচ্ছাশক্তি এখনও অনেক মজবুত থাকলেও তাদের দরকার সমর্থন, এমনটাই জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকোর ভাই ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিশকো। তিনি আরও বলেন, সামরিক সরঞ্জামাদি আমাদের অনেক আছে। সম্ভাব্য সবকিছুই করা হবে। যতটা সম্ভব, রুশ বাহিনীকে নাজেহাল করে দেয়ার সকল চেষ্টাই করবো আমরা। জানি না, কতদিন নিজেদের বাসস্থানের দখল ধরে রাখতে পারবো আমরা, তবে সামর্থ্যের সবটুকু দিয়েই লড়ে যাবো। এখন দরকার আন্তর্জাতিক সহায়তা। পুরো বিশ্বের উচিত রাশিয়া এবং দেশটির অর্থনীতিকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়া।
ভ্লাদিমির ক্লিশকো আরও বলেন, পশ্চিমা বিশ্ব এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর পরিকল্পনা আমাদের জানা দরকার। এটা মিনিট ও ঘণ্টার ব্যাপার। তাই তাদের সিদ্ধান্তের জন্য সপ্তাহ বা মাসখানেক অপেক্ষা করা সম্ভব নয়। আর্থিক, মানবিক ও সামরিক সহায়তা দরকার আমাদের। ইউক্রেনীয়দের ওপর বিশ্বাস রাখুন। নিজেদের রক্ষার জন্য সবকিছুই করতে যাচ্ছি আমরা।
আরও পড়ুন: ন্যাটোতে যোগ দিচ্ছে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড!
এম ই/
Leave a reply