কুষ্টিয়া থেকে অপহৃত শিশু সুমাইয়া মানিকগঞ্জে উদ্ধার

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

কুষ্টিয়া থেকে অপহরণ করে ঢাকায় নেয়ার পথে তিনবছরের এক শিশুকে উদ্ধার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়।

সুমাইয়া নামের ওই শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের কোরবানীর মেয়ে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রকিবুজ্জামান জানান, বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির ব্রীজ এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্ট চলছিলো। রাত দুইটার দিকে একটি মাইক্রোবাসে তল্লাশী চালানোর সময় ভেতরে একটি শিশু আর তিন যুবককে দেখে প্রথমে সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তা অসংলগ্ন বলে। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে অপহরণের বিষয়টি স্বীকার করেন।

ওসি আরে জানান, কুষ্টিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির স্বজনদের খবর দেয়া হয়েছে তারা এলেই বিস্তারিত পরিচয় এবং ঘটনা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply