রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ন্যাটো জোটভূক্ত ক্রোয়েশিয়ায় আঁছড়ে পড়লো একটি ড্রোন। শুক্রবার (১১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেইজ প্লেনকোভিক।
প্লেনকোভিক বলেন, স্থানীয় সময় শুক্রবার রাজধানী জাগ্রেবের জনশূন্য এলাকায় হঠাৎই আঁছড়ে পড়ে পাইলটবিহীন ড্রোনটি। তবে এতে হতাহত না হলেও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্রোয়েশিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগ জানায়, প্রায় সাড়ে ৪ হাজার ফুট উপর দিয়ে ঘণ্টায় ৭’শ কিলোমিটার বেগে হাঙ্গেরির দিক থেকে উড়ে আসে ড্রোনটি।
আরও পড়ুন: বাণিজ্য নীতিতে রাশিয়াকে আর ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেবে না যুক্তরাষ্ট্র: বাইডেন
এটি আছড়ে পরার পর বড় আকারের একটি গর্ত তৈরি হয়। তবে এটি রাশিয়া না ইউক্রেন ছুঁড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও ক্রোয়েশিয়ার দাবি সামরিক ড্রোনটি রাশিয়ার তৈরি। ধ্বংসাবশেষে থেকে পাওয়া অংশে সিরিলিক অক্ষর এবং একটি পাঁচ তারকা চিহ্ন দেখে স্থানীয় বিশেষজ্ঞরা ধারণা করছেন ড্রোনটি সোভিয়েত যুগের টিইউ-১৪১ অনুসন্ধান বিমান।
যুদ্ধের শুরু থেকেই শঙ্কা ছিল ভুল করেও ন্যাটো জোটভূক্ত কোন দেশে হামলা হলে তা ভয়াবহ রুপ ধারণ করতে পারে। তবে এই ড্রোন দ্বারা ক্রোয়েশিয়ার ওপর হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ।
জেডআই/
Leave a reply