কালো মেঘ কেটে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি বা যুদ্ধ— কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। শুক্রবার (১১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের ঘটনায় আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের পাসপোর্টটা পর্যন্ত আটকে রেখেছিল। প্রবাসে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছে। একদিকে পরিবারের শোক, অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে নিজেদের পরিচয়টা পর্যন্ত দিতে পারিনি।
এ সংবর্ধনায় রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিসহ যতই সংকট আসুক না কেন, বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে।
শেখ হাসিনা আরও বলেন, আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করেছিলাম, আমাদের মাটি আছে, যে যা পারেন ফসল ফলান। এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমি আবারও বলবো, যারা প্রবাসে আছেন, তারা পরিবারের মানুষদের বলবেন এক ইঞ্চি জমিও যেন খালি না রাখে। কিছু না কিছু যেন আবাদ করে। তাহলে বিশ্বব্যাপী যতই মন্দাবস্থা আসুক, খাদ্য ঘাটতি হলেও বাংলাদেশের মানুষের অসুবিধা হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফর উপলক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাতে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা।
এর আগে, এদিন ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হন তিনি। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফর।
/এমএন
Leave a reply