বরিশালে এক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ১৬ বছরের কিশোরী মিমের অভিযোগ, ঘরে তালাবদ্ধ করে রাখা হতো তাকে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে যায় সে। আশ্রয় পায় এক রিকশাচালক দম্পতির কাছে। বর্তমানে পুলিশ হেফাজতে আছে সে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গৃহকর্তা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
১৬ বছরের কিশোরী মিম। শরীরজুড়ে নির্যাতনের চিহৃ। চোখেমুখে ভয় আর আতঙ্ক। একটি ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আকিমুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো মিম। থাকতো বরিশাল নগরীর নতুন বাজার এলাকায়। শরীরজুড়ে বিভিন্ন ক্ষত দগদগ করছে। মিমের অভিযোগ, আকিমুল ও তার স্ত্রীর নির্যাতনের ক্ষত এসব। প্রাণ বাঁচাতে বৃহস্পতিবার বাসা থেকে পালায় সে।
পরে বিএম কলেজ এলাকায় মিমকে দেখতে পান রিকশাচালক আরিফ মোল্লা। সব শুনে তাকে নিয়ে যান নিজের বাড়ি নগরীর বাঘিয়া এলাকায়। পরে জানানো হয় পুলিশকে। মিম জানান, একটি কাচের মগ ভাঙার অপরাধেও মারধর করা হতো তাকে। এমনকি সবসময় তাকে কোনো না কোনোভাবে নির্যাতন করা হতো।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন গৃহকর্তা আকিমুল ইসলাম। তার দাবি, মীম মানসিক ভারসাম্যহীন। এমনকি তারা মিমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টাও করেছেন, তবে মিম তাদের ঠিকানা দিতে পারেনি বলেও জানান অভিযুক্ত আকিমুল।
বিএমপির কোতয়ালী মডেল থানার এসআই শাহ জালাল জানালেন, মিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। পুলিশ হেফাজতে সংশ্লিষ্টদের পর্যবেক্ষণের পর নেয়া হবে আইনি ব্যবস্থা।
বাবা-মা হারা হতভাগা মেয়েটির বাড়ি পঞ্চগড়ে। ৭ বছর ধরে গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করছিলো মিম।
/এডব্লিউ
Leave a reply