বিপর্যস্ত মারিওপোলেও রাতভর বেসামরিক স্থাপনায় হামলা

|

রুশ গোলাবর্ষণ অব্যাহত আছে অবরুদ্ধ বন্দর নগরি মারিওপোলে। রাতভর হামলায় ধ্বংস হয়েছে বিভিন্ন বেসামরিক স্থাপনা।

এর মধ্যে আছে একাধিক স্কুল, ক্ষতিগ্রস্থ হয়েছে হাসপাতালও। শহর কর্তৃপক্ষ বলছে রুশ হামলার কারণে সরানো সম্ভব হচ্ছে না বেসামরিক নাগরিকদের। এরই মধ্যে সেখানে দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। শহরটিকে রুশ বাহিনী ঘিরে রাখায় সেখানে আটকা পড়েছেন কয়েক লাখ মানুষ।

রয়টার্সের খবর অনুযায়ী, রুশ সামরিক বাহিনী মারিওপোলের পার্শ্ববর্তী শহর ভলনোভখার নিয়ন্ত্রণ নিয়েছে। এ ঘটনার পরপরই মারিওপোলের ভেতরে অভিযানের প্রস্ততিন নেয় রুশ সমর্থিত বিদ্রোহীরা। যেকোনো মুহূর্তে শহরটিতে প্রবেশ করবে সশস্ত্র যোদ্ধারা।

গতকাল পর্যন্তই রুশ আগ্রাসনে পুরোপুরি বিপর্যস্ত ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল। রয়টার্স বলছে, প্রতি ৩০ মিনিটে শহরটির কোথাও না কোথাও হচ্ছে গোলাবর্ষণ নতুবা বিমান হামলা।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, আইসিআরসি জানিয়েছে, শহরটিতে দ্রুত ফুরিয়ে আসছে খাবার ও সুপেয় পানির মজুদ। এদিকে সাময়িক অস্ত্রবিরতি দিলেও হামলার কারণে সরানো যাচ্ছে না বেসামরিক নাগরিকদের। তাতে বাড়ছে দুর্ভোগ। স্বেচ্ছাসেবীরা আশঙ্কা করছেন, মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বন্দর নগরীটি।

বৃহস্পতিবারও রুশ বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় একটি মেটারনিটি হাসপাতাল। প্রাণ হারায় শিশুসহ কমপক্ষে তিন জন। গুরুতর আহত হয়েছে শিশু, হাসপাতাল কর্মী, চিকিৎসকসহ আরও অন্তত ১৭ জন। এ ঘটনায় মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ব্রিটেন

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply