ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ত্রের চালানে হামলার হুঁশিয়ারি রাশিয়ার

|

ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ মার্চ) এ সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে পশ্চিমাদের অস্ত্রের চালানকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

নিউইয়র্ক টাইমসের খবর বলছে, এরই মধ্যে নিশ্চিত হয়েছে বরাদ্দ। খুব দ্রুত বরাদ্দকৃত অর্থ ছাড়ের ব্যবস্থা হবে বলেও জানিয়েছে পেন্টাগন। ইউক্রেনকে হালকা অস্ত্র, অ্যান্টি ট্যাংক ও বিমান প্রতিরক্ষামূলক ব্যবস্থা সরবরাহ করবে তারা।

এর আগে, পশ্চিমাদের প্রতি আরও অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই নিয়ে গত বছরের জানুয়ারি থেকে ইউক্রেনকে ১২০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিলো যুক্তরাষ্ট্র।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply