বিনা শর্তে সারাবছর ২৪ ঘণ্টা হাফ পাস কার্যকরসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে বিআরটিএ’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ মার্চ) সকাল থেকে শুরু হয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। তারা বলেন, আন্দোলনের মুখে সড়ক প্রশাসন হাফ পাসের আংশিক দাবি মেনে নিলেও তার সঠিক বাস্তবায়ন এখনও হয়নি। সেই সাথে, অনেক বাসে হাফ ভাড়া রাখা হয় না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ২৪ ঘণ্টা হাফ পাস’সহ সিটিং ওয়েবিলের নামে অবৈধ পন্থায় বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি জানান।
অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা বলেন, সড়ক দুঘর্টনায় হতাহত যাত্রীদের যথাযথ ক্ষতিপূরণসহ ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ২০২১ সালের আন্দোলনের ৯ দফার পরিপূর্ণ বাস্তবায়ন না করা হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবস্থানরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সুবর্ণ আইজ্যাক কি আসলেই প্রফেসর? যা জানা গেলো অনুসন্ধানে
এম ই/
Leave a reply