স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ট্রাকচালক।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালার গ্রামের দানেশ আলী ছেলে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যহত হয়। পরে বেলা বৃদ্ধির সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
থানার এস.এআই মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচলকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাকচালক রফিকুল।
তিনি বলেন, পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসজেড/
Leave a reply