‘দেশের জন্য লড়তে চাই, পুতিনের জন্য নয়’

|

লিয়ামিন ইয়েভগেনি।

মস্কোর অধিবাসী লিয়ামিন ইয়েভগেনি বর্তমানে বাস করছেন জর্জিয়ায়। ইউক্রেনে রুশ আগ্রাসন সমর্থন করেন না বলে যুদ্ধ শুরুর সময়ই দেশত্যাগ করেছেন তিনি। বিবিসির সাথে আলাপচারিতায় তিনি বলেছেন, দেশের জন্য লড়তে ও কাজ করতে চাই, কিন্তু পুতিনের জন্য নয়।

লিয়ামিন ইয়েভগেনি বলেন, আমি মস্কোর অধিবাসী, তবে এখন জর্জিয়ায় থাকি। মূলত ইউক্রেনে রুশ হামলা শুরু পরই আমি মস্কো থেকে জর্জিয়ায় চলে আসি। কারণ, আমি ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। তাছাড়া যে যুদ্ধ আমাকে করতে বলা হচ্ছে, সেটা আমার মাতৃভূমির জন্য নয়, বরং পুতিনের জন্য। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি এখানে চলে আসার। মানুষকে সাহায্য করতে চাই আমি। মানবিক সাহায্যের প্রয়োজন আছে এখন। কারণ, একজন রুশ হিসেবে যতদূর সম্ভব, ইউক্রেনীয়দের সাহায্য করা আমার দায়িত্ব।

লিয়ামিন আরও বলেন, একটি গণতান্ত্রিক ও উদারনৈতিক রাশিয়ায় বাস করতে চাই। আমি এমন এক রাশিয়ার স্বপ্ন দেখি যেখানে কোনো পুতিন থাকবে না। একনায়কতন্ত্রের অবসান হয়ে দেশে সংসদীয় পদ্ধতিতে রাজনৈতিক দল থাকবে ক্ষমতায়, এমনটাই আশা আমার।

রাশিয়ার সকল জনগণ যে ইউক্রেনীয়দের বিরুদ্ধে এই যুদ্ধে সমর্থন দিচ্ছে না তা জানিয়ে লিয়ামিন বলেন, সব রাশিয়ানই যুদ্ধ সমর্থন করে না। সব রাশিয়ানই পুতিনকে তাদের নেতা ভাবে না। আমি মনে করি, এমন পরিস্থিতিতে আমাদের উচিত খণ্ডিত নয়, বরং একতাবদ্ধ হওয়া। কারণ, একতাই শক্তি।

আরও পড়ুন: মায়ের ওষুধ কিনতে গিয়ে রুশ সেনার গুলিতে নিহত মা ও মেয়ে

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply