শরণার্থীদের জায়গা দিলে মাসিক ৩৫০ ইউরো দেবে ব্রিটেন সরকার

|

ছবি: সংগৃহীত

ব্রিটেনের আবাসনমন্ত্রী মাইকেল গ্রোভ বলেছেন, ব্রিটেনের প্রত্যেক নাগরিককে শরণার্থীদের জন্য ঘর খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। সেই সাথে, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের থাকার জায়গা যারা করে দেবেন, তাদের মাসিক ৩৫০ ইউরো প্রদান করবে ব্রিটেন সরকার, এমন ঘোষণাও দেন তিনি।

রোববার (১৩ মার্চ) বিবিসির সাথে আলাপচারিতায় মাইকেল গ্রোভ জানান, ইউক্রেনীয় শরণার্থীদের জন্য নতুন ভিসা রুট ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য।

নিজের ঘরের দরজা শরণার্থীদের জন্য খুলে দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মাইকেল গ্রোভ হ্যাঁ-সূচক উত্তর দেন। তিনি আরও বলেন, কী করা যায় সে ব্যাপারে বিস্তারিত ভাবছি আমরা। সামষ্টিক পরিসরে ভাবার আগে আমাদের সবারই উচিত, ব্যক্তিগতভাবে আমরা কে কী করতে পারি, সে ব্যাপারে পরিষ্কার হওয়া।

ইউক্রেন সংকটের ব্যাপারে ব্রিটিশ সরকারের পদক্ষেপ অত্যন্ত ধীরে নেয়া হচ্ছে কিনা, সে প্রসঙ্গে আবাসনমন্ত্রী মাইকেল গ্রোভ বলেন, ভৌগোলিকভাবে প্রতিবেশী দেশগুলোতেই স্বাভাবিকভাবে ইউক্রেনের শরণার্থীরা প্রথমে যাবে। কিন্তু পরবর্তীতে তাদের জন্য নিজেদের দরজা খুলে দেয়ার সিদ্ধান্ত জানাতে দেরি করেনি যুক্তরাজ্য।

আরও পড়ুন: ইউক্রেনীয় শরণার্থীদের ট্রেনে রুশ হামলা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply