যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস সরাচ্ছে ভারত

|

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতের দূতাবাস। ছবি: সংগৃহীত।

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে নিজেদের দূতাবাস ইউক্রেন থেকে সরিয়ে অস্থায়ীভাবে পোল্যান্ডে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ নিয়ে রোববার (১৩ মার্চ) একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিটি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রকাশিত এই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার ক্রমবর্ধমান অবনতির কথা মাথায় রেখে আমরা আমাদের দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরিস্থিতি বদলালে তার ভিত্তিত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এই বিবৃতিটি টুইট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও।

প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কেই উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আর কোনো ভারতীয় নেই বলে ধারণা করা হচ্ছে। তাই ঝুঁকি নিয়ে দেশটিতে নিজেদের দূতাবাস রাখতে চাইছে না ভারত। তবে কবে নাগাদ এটি কার্যকর করা হতে পারে তা উল্লেখ করা হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply