তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য সরকার ওটিটি প্ল্যাটফর্ম নীতিমালা করছে বলে বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা বিষয়। মির্জা ফখরুলের মতো শিক্ষিত একজন মানুষ এই বিষয়টা গুলিয়ে ফেলেছেন। গ্রামের মাতব্বরের মতো তিনি সবজান্তা মাতব্বর হয়ে মতামত দিয়েছেন।’
রোববার (১৩ মার্চ) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত জেলা তথ্য অফিসার সম্মেলন-২০২২ এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর অনেকে বলেছিল এদেশে মাথাপিছু আয় ১০০০ ডলার হবে না। কিন্তু ৫০ বছরে এখন তা ২৬০০ ডলার। দেশে কৃষিজমি কমেছে। জনসংখ্যাও বেড়েছে। তারপরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা সরকারের আমলেই এটা সম্ভব হয়েছে।
করোনার টিকা প্রদানে বাংলাদেশের অবস্থান ২০০টি দেশের মধ্যে ৮ম উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশ বিনামূল্যে টিকা দেয়নি, শেখ হাসিনার সরকার তা করেছে। আমাদের দেশ বহুক্ষেত্রে অন্যদের পথ দেখাতে পারে।
ওটিটি প্ল্যাটফর্ম নীতিমালা সম্পর্কে তথমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কনটেন্ট ওটিটি প্লাটফর্মে থাকবে না, এমন পদক্ষেপ আমরা নিচ্ছি।
/এমএন
Leave a reply