রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইউক্রেনের মানবাধিকার কর্মীরা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানস্ক অঞ্চলে তারা এই নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন এই মানবাধিকার কর্মীরা। টিআরটির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনের মানবাধিকারকর্মী লিউডমিলা ডেনিসোভা বলেছেন, পূর্ব ইউক্রেনে হামলার সময় রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করেছে। জেনেভা কনভেনশন অনুযায়ী আবাসিক এলাকায় যার ব্যবহার নিষিদ্ধ।

ডেনিসোভা পূর্ব লুহানস্ক অঞ্চলের পোসপাসনা শহরে এই ফসফরাস বোমার আক্রমণের প্রমাণ হিসেবে একটি ছবি শেয়ার করেছেন। কিন্তু সেই ছবি এখনো যাচাই করা যায়নি।

ইউক্রেনের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এর আগে লুহানস্কে ফসফরাস বোমা হামলা চালানোর জন্য রুশ সেনাদের অভিযুক্ত করেছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply