করোনায় আক্রান্ত বারাক ওবামা

|

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটারে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। এছাড়া তিনি সুস্থ আছেন বলেও জানান তিনি। ওবামা জানান, একইসাথে স্ত্রী মিশেলের করোনা পরীক্ষা করানো হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।

টুইটারের ওই পোস্টে তারা টিকা এবং বিশেষত বুস্টার ডোজ নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও যারা এখনও টিকা নেয়নি তাদের টিকা নেয়ার কথাও মনে করিয়ে দেন ওবামা। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবু টিকা নিতে অনুরোধ করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply