ঢাকায় এসে পৌঁছেছে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ইউক্রেনে জাহাজে হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ বহনকারী ফ্লাইট।
রোববার হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায় গতকালের নির্ধারিত কার্গো ফ্লাইট।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। পরে হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ৫ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। গত বুধবার জাহাজের ২৮ নাবিক টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।
আরও পড়ুন: আর ফিরবে না জেনেও হাদিসুরকে ডাকছেন বাবা-মা
এম ই/
Leave a reply