সরকারে কাছে পণ্যের যে মজুদ আছে তাতে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (১৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভ্যাট কমালে দাম আরও কমবে। টিসিবির মাধ্যমে মানুষের কাছে তেলসহ নিত্যপণ্য পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, একই ব্যক্তি একাধিকবার টিসিবির পণ্য যাতে নিতে না পারে সেজন্য কার্ড বা অমোচনীয় কালি ব্যবহারের চিন্তা করছে মন্ত্রণালয়।
এসময় বাণিজ্যমন্ত্রী আরও জানান, যেসব ব্যবসায়ী আমদানির জন্য ডিও নিবে, তাদের পণ্য আমদানি করতে হবে। না হলে ডিও বাতিল করা হবে।
/এনএএস
Leave a reply