ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বরগুনার উদ্দেশে রওনা দিয়েছে। দুপুর ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা দেয়। এর আগে দুপুরে ১২ টার দিকে হাদিসুর রহমানের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর অবতরণ করে।
রোববার (১৩ মার্চ) হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায় গতকালের নির্ধারিত কার্গো ফ্লাইট।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। পরে হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ৫ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। গত বুধবার জাহাজের ২৮ নাবিক টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।
/এনএএস
Leave a reply