দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে আইনের বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

|

ফাইল ছবি।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তদন্ত করে বসে থাকলে হবে না, ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আইনের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও এস এম মনিরুজ্জামানের বেঞ্চে সয়াবিন তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং এর বিষয়ে রিট শুনানিতে এমন মন্তব্য করেন আদালত।

ভোক্তা অধিকার আইনে ভোক্তা সংরক্ষণ অধিদফতরকে ক্ষমতা দেয়া হয়েছে। তবে দাম নিয়ন্ত্রণে ক্ষমতার প্রয়োগ না করায় ভোক্তা অধিকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

আদালত বলেন, আইনের প্রয়োগ না থাকায় রমজান এলেই জিনিসপত্রের দাম বাড়ে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন আদালত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply