বিয়ের পিঁড়িতে বসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ, ৪ জন অতিথি নিয়ে কারাগারেই হবে বিয়ে

|

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে ২৩ মার্চ তার বিয়ের দিন ঠিক করা হয়েছে। ইয়ন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

তার বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নেয়ার অনুমতি পেয়েছেন বলেও জানা যায় প্রতিবেদনে। ২০২১ সালের নভেম্বরের শুরুতে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগদত্তা ৩৮ বছর বয়সী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

স্টেলা মরিস বলেছেন, সামগ্রিক পরিস্থিতি বিরূপ। তারপরেও আমরা বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। বিয়ের পরিকল্পনায় বেআইনি হস্তক্ষেপও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে বেলমার্শ কারাগারে বন্দী তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply