নরসিংদীতে গ্রেফতার তিন নেতার মুক্তির দাবি জেলা বিএনপির

|

নরসিংদীর গ্রেফতারকৃত তিন বিএনপি নেতা।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর তিনজন বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবি করে রিমান্ডে নেয়ার নিন্দা ও নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে নরসিংদী জেলা বিএনপি। সোমবার (১৪ মার্চ) এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এই দাবি জানান।

জেলা বিএনপির দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত এ বিবৃতিতে উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ৫ মার্চ নরসিংদী সদর উপজেলা ও শহর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হোসেন মামুনকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

পরদিন মামুনের মুক্তির জন্য আদালতে আইনজীবীদের সাথে কথা বলতে গেলে সদর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল কবির ভুঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত ৯ মার্চ রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক ও নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে।

বিবৃতিতে এই তিন নেতাকে গ্রেফতার ও তাদের রিমান্ড মঞ্জুর করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তাদের নিশ্চিত পতন ঠেকানোর জন্য বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, মামলা, হামলা ও নির্যাতন করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply