বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’র ভাই-বোন অপু ও দূর্গা বাঙালির এক আবেগের জায়গা। ১৯৫৫ সালের ২৬ আগস্টে সত্যজিত রায়ের সাদা-কালো ফ্রেমে উপন্যাস থেকে জীবন্ত হয়ে উঠেছিল কালজয়ী এই দুই চরিত্র। এবারে আরও একবার অপু-দূর্গাকে দর্শকের সামনে নিয়ে এলেন ভারতীয় পরিচালক সুমন মৈত্র। পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে তৈরি তার ছবি ‘আমি ও অপু’ মুক্তি পেয়েছে ভারতে। খবর হিন্দুস্তান টাইমসের।
অপু ও দূর্গাকে নতুনরূপে ফিরিয়ে আনলেও ‘আমি ও অপু’ ছবিটি রঙিন পর্দায় তুলে ধরেননি পরিচালক। ছবিটি দেখা যাবে সম্পূর্ণ সাদা-কালো পর্দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। সেখানে শুরুতে গ্রাম বাংলার প্রাকৃতির চিত্র, ধানের ক্ষেত, ধূ ধূ ফাঁকা মাঠ, নদীর কলতান ফুটে উঠেছে। সাদা-কালো ফ্রেমে কাশফুলের বনের মধ্যে দিয়ে ছুটে বেড়াচ্ছে ছোট্ট অপু। চিৎকার করে দুর্গাকে ডাকছে, ‘দিদি আয়, কাশবনে হারিয়ে যাবো..।’ এরপরই ভেসে আসল দুর্গার কণ্ঠস্বর। ছেলেবেলা, সহজপাঠ, সোনাডাঙার মাঠ, দুই ভাইবোন অপু-দুর্গার মান অভিমানের দৃশ্যও যেন পুরনো সেই অপু-দূর্গাকেই ফের জাগিয়ে তুলেছে।
তবে সত্যজিত রায়ের ছবিগুলোর মতো এই ছবিতে দূর্গার মৃত্যুকে দেখানো হয়নি। ছোটবেলায় ভাই-বোনের খেলা, খুঁনসুটি আর মান-অভিমানের ভেতর দিয়ে এগিয়ে যাবে কাহিনী। এই ছবিতে অভিনয় করেছেন ইশান রানা, প্রকৃতি পূজারী, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রুব দেবনাথ, সৌমিত্র ঘোষ, অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়, অমৃতা হালদার, প্রদীপ বিশ্বাস ও আরাত্রিকা গুহসহ আরও অনেকে।
এসজেড/
Leave a reply