রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর সালামের ভাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ মার্চ) বিকাল ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বেনিনগর এলাকার বাবর আলী সরদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
আগুনে ৪টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হবার পাশাপাশি ঘরে থাকা মালামাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাবর আলীর ছেলে বাচ্চু সরদার, আমিন সরদার ও শামিম সরদারের বসতঘরে। দ্রুতই বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ প্রায় আড়াই লক্ষ টাকাসহ স্বর্ণালঙ্কার পুড়ে যায়। পরে ৯৯৯ এ খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার বিল্লাল হোসেন খলিফা জানান, ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তারা আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইউএইচ/
Leave a reply