এশিয়ান হকি ফেডারেশন কাপ হকিতে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোহানুর রহমানের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। আর তাতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এই ম্যাচে সোহানুর রহমান ছাড়াও একটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন, খোরশেদুর রহমান ও পুষ্কর খীসা। ম্যাচ সেরা হয়েছেন সোহানুর রহমান।
এর আগে স্বাগতিক ইন্দোনেশিয়াকে প্রথম ম্যাচে ৭-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল এদিন পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে।
ম্যাচের ৫ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে বাংলাদেশকে এগিয়ে নেন। এরপর ১৪ ও ২৭ মিনিটে পরপর দুটি গোল করেন সোহানুর রহমান। ৪৬ মিনিটে আরশাদ হোসেন পেনাল্টি কর্নার থেকে গোল করে ৪-০ এর লিড নেয়। ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সোহানুর। বাংলাদেশের পঞ্চম গোলটিও এসেছে পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের শেষ দুই মিনিটে টানা দুটি গোল পায় বাংলাদেশ। খোরশেদুর রহমান ও পুষ্কর খীসার গোলে ব্যবধান আরও বাড়ে বাংলাদেশের। ইরানের বিরুদ্ধে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ)।
/এমএন
Leave a reply