রুশ বাহিনী ইউক্রেনে প্রত্যাশার চেয়ে ধীরগতিতে চলছে বলে মন্তব্য করেছেন রাশিয়ান ন্যাশনাল গার্ডের প্রধান ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের অন্যতম সদস্য ভিকটর ভাসিলিয়েভিচ জোলোটভ। খবর রয়টার্সের।
সোমবার (১৪ মার্চ) রাশিয়ান ন্যাশনাল গার্ডের ওয়েবসাইটে এমন স্বীকারোক্তি দেন তিনি। রুশ সেনাদের ধীরগতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দোষারোপ জোলোটভ বলেন, ইউক্রেনীয় সেনারা নিজেরা বাঁচার জন্য দেশটির বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।
সোমবার ন্যাশনাল গার্ডের ওয়েবসাইটে দেয়া বক্তব্যে জোলোটভ বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে যতটা গত আমরা আশা করেছিলাম তত দ্রুতগতিতে রুশ সেনাবাহিনী এগোতে পারছে না। ইউক্রেনের সেনারা বেসামরিক লোকজনের পেছনে লুকিয়ে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে, এটাই আমাদের ধীরগতির প্রধান কারণ। তবে আমরা ধাপে ধাপে আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো। বিজয় আমাদেরই হবে।
/এসএইচ
Leave a reply