ইউক্রেনে মার্শাল ল’ বাড়লো আরও একমাস

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান মার্শাল ল’ বা সামরিক আইন আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। রয়টার্সের খবরে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

সোমবার (১৪ মার্চ) মার্শাল ল’ সংক্রান্ত একটি বিল পাঠানো হয়েছে ইউক্রেন পার্লামেন্টে। প্রেসিডেন্টের ওয়েব সাইটে জানানো হয়, গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর ২৪ মার্চ পর্যন্ত মার্শাল ল’ জারি করা হয়। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় ২৪ মার্চ থেকে আরও এক মাসের জন্য এই আইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই সময়ে সাধারণ বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধে আগামী মে মাসের শুরুর দিকে শেষ হবে বলে ভাবছেন ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অলেক্সি অ্যারেস্টোভিচ। তার মতে, সেই সময় নাগাদ রুশ বাহিনীর রসদ ফুঁড়িয়ে আসবে। সে পর্যন্ত মার্শাল ল’ জারি থালার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: টিকটকে রুশ হামলার ভয়াবহতা প্রকাশ করছে ইউক্রেনীয় তরুণরা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply