মোংলার শিল্প এলাকা থেকে হরিণ উদ্ধার

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলার শিল্প এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে মোংলা পৌরসভার ইপিজেড এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র নিয়ে যান।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মোংলা ইপিজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানীয়রা। এ সময় তারা হরিণটিকে তাড়া করে আটক করেন। পরে হরিণটিকে বন বিভাগ উদ্ধার করে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটিকে ট্রলারে করে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র নেয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply