ব্রাহ্মণবাড়িয়ায় ভাবীর দায়ের করা মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

|

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাহবুব হোসাইন

স্টাফ করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ভাবীর দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাহবুব হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আলমগীর কবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুরের বড় ভাই জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। মাহবুব প্রায়ই তার ভাবী রেহেনা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি রেহেনাকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে দেন না বলে বাবার বাড়ি থেকে টাকা এনে একটি ঘর নির্মাণ করেন রেহেনা। এক পর্যায়ে মাহবুব ও আরেক প্রবাসী ছোট ভাই মোস্তফা হোসাইন সেই ঘরটিও দখল করেন। ২০২০ সালের ১ আগস্ট রেহেনা ও তার ছেলেকে মারধরও করা হয়। এ সব ঘটনায় একই বছরের ৪ আগস্ট রেহেনা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হেসেন শোভন জানান, পারিবারিক একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মাহবুবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply