রুশ হামলার মধ্যেই কিয়েভ সফরে যাচ্ছেন ৩ ইউরোপীয় প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ ১৯তম দিনে কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

মঙ্গলবার (১৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা কিয়েভ সফরে যাচ্ছেন।  

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেউজ মোরাউইকি বলেন, ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করাই এ সফরের মূল উদ্দেশ্য।

তবে ঠিক কখন তারা কিয়েভে পৌঁছুবেন সে বিষয়ে সংবাদমাধ্যমগুলোকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন জোরালোভাবে নিশ্চিত করাই এ সফরের লক্ষ্য।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলা জোরদার হয়েছে রাজধানী কিয়েভেও। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply