মে মাস নাগাদ ইউক্রেনে হামলা চালানোর মতো যথেষ্ট সক্ষমতা মস্কোর থাকবে না। মঙ্গলবার (১৫ মার্চ) এমন মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ। খবর আল জাজিরার।
বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ কখন শেষ হবে, তা নির্ভর করছে রাশিয়ার রসদ কত দিন থাকবে, তার ওপর। তবে মে মাস পর্যন্ত রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র থাকবে না। যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসায় অভিযান বন্ধ করতে বাধ্য হবে মস্কো। তবে এর আগেই যুদ্ধবিরতি চুক্তি করা প্রয়োজন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ‘জীবন নিয়ে ফিরতে চাইলে আত্মসমর্পণ করুন’, রুশ সেনাদের উদ্দেশে জেলেনস্কি
এদিকে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে কমপক্ষে ৩ লাখ বাসিন্দা। মঙ্গলবার এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটি আরও জানায়- পালিয়ে যাওয়া বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী পোল্যান্ড, হাঙ্গেরী, মলদোভাসহ পশ্চিমা অন্যান্য দেশে। রাশিয়াতেও আশ্রয় নিয়েছে প্রায় লাখ খানেক শরণার্থী। এছাড়া ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত আরও প্রায় ২০ লাখের বেশি মানুষ। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে ৫০ লাখ মানুষ ইউক্রেন ছাড়ার আশঙ্কা সংস্থাটির।
জেডআই/
Leave a reply