ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি আলোচনার জন্য এই সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মন্ত্রীসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। মঙ্গলবার (১৫ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে এরদোগান বলেন, আমরা আজ আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে রাশিয়ায় পাঠাচ্ছি। আগামীকাল তিনি মস্কোতে আলোচনায় বসবেন। পরে বৃহস্পতিবার ইউক্রেন ভ্রমণ করবেন কাভুসোগলু। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং শান্তি অর্জনের জন্য প্রচেষ্টা চালাবেন।
এর আগে, ভ্লাদিমির পুতিন ও ভোলদিমের জেলেনস্কি; দুই নেতার সাথেই ভালো সম্পর্ক রাখতে চান বলে জানিয়েছেন এরদোগান। বলেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা ইউক্রেনকে যেভাবে সমর্থন জানিয়েছি তা অনেক ন্যাটো সদস্যরাও করেনি
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বের বিভিন্ন দেশের ভূ-রাজনৈতিক হিসেবকে উল্টে দিয়েছে। ন্যাটোভুক্ত অন্যান্য দেশের মতোই তুরস্ককেও সূক্ষ্ম ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলতে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পূর্বসূরি ইসমেত ইনোনুর মতো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও তুরস্ককে যতটা সম্ভব সংঘাত থেকে দূরে রাখতে চান। ক্রমবর্ধমান সংঘাত এবং মানবিক বিপর্যয়ের মধ্যে নিজেদের সুযোগের ক্ষেত্র সর্বোচ্চ পরিমাণ সম্প্রসারিত করতে একটি পক্ষ বেছে নেয়া প্রসঙ্গে চাপে রয়েছে আঙ্কারা।
জেডআই/
Leave a reply