নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) এ সংক্রান্ত নোটিশ দিয়েছে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন। ফলে ১৭ ও ১৯ মার্চ আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) এবং পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটিতে এমনিতেই আমদানি-রফতানি বন্ধ থাকে।
তিনি আরও বলেন, বন্দর সংশ্লিষ্ট সবাইকে এবং ভারতীয় ব্যবসায়ীদেরকেও চিঠি দিয়ে ছুটির বিষয়টি জানানো হয়েছে। ছুটি শেষে আগামী রোববার থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি চলবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি করা হয়। এছাড়া বর্তমানে প্রতিদিন গড়ে ৩০০ টন গম আমদানি হচ্ছে ভারত থেকে।
ইউএইচ/
Leave a reply