ইউক্রেনে রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছে প্রায় একশ’ শিশু। মঙ্গলবার (১৫ মার্চ) কানাডার পার্লামেন্টে দেয়া ভাষণে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবরটি এসেছে দ্য মস্কো টাইমসে।
কানাডার পার্লামেন্ট অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন জেলেনস্কি। তিনি দাবি করেন, স্কুল, হাসপাতালসহ সর্বত্র হামলা চালাচ্ছে রাশিয়া। বন্দরনগরী মারিওপোলের জনগণের দুর্ভোগের তথ্য তুলে ধরেন জেলেনস্কি। তিনি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে শহরটি। ত্রাণ সহায়তা নিয়ে আসা গাড়িকে শহরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। এতে তৈরি হয়েছে খাবার ও পানির তীব্র সংকট। চিকিৎসার সরঞ্জামাদি অভাবে ভুগছে রোগীরা। শিশু খাদ্যের অভাবও হয়েছে প্রকট।
জেলেনস্কি বলেন, আমরা খুব বেশি কিছু চাচ্ছি না। আমরা ন্যায়বিচার এবং সত্যিকারে সহায়তা চাই, যাতে দেশবাসীকে বাঁচাতে পারি। মানবতার প্রতি ভ্লাদিমির পুতিনের এই অবজ্ঞা ও অমর্যাদা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
অটোয়ার প্রতি চলমান সংকটে কিয়েভকে সমর্থনের আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট। জেলেনস্কির ভাষণের শুরু ও শেষে দাঁড়িয়ে অভিবাদন জানান কানাডার আইনপ্রণেতারা।
আরও পড়ুন: মারিওপোলের বাঙ্কারে আশ্রিতের সাথে বাড়ছে ক্ষুধা ও সংক্রমণ
এম ই/
Leave a reply