‘দ্বিতীয় ডোজের চার মাস পরেই নেয়া যাবে বুস্টার ডোজ’

|

ফাইল ছবি।

ছয় মাস নয়, এখন থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পরেই বুস্টার ডোজ নেয়া যাবে। দুই ডোজ টিকা গ্রহণকারী কেউ এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন।

বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ সভায় এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএচও) তথ্য অনুসারে চার মাস পরে বুস্টার ডোজ দেয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে ৩ কোটি ডোজ টিকা দেবে সরকার।

১২ বছরের কম বয়সীদের কবে টিকা দেয়া যাবে, এ নিয়ে ডাব্লিউএইচও’র সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জাহিদ মালেক। বলেন, সংস্থাটির দিক নির্দেশনা পেলেই ১২ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, এ পর্যন্ত দেশে করোনা টিকার ১২ কোটি ৬২ লাখ প্রথম ডোজ, ৯ কোটি ৪ লাখ দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২২ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। দেশে টিকার কোনও অভাব নেই। ৮ কোটির বেশি টিকা মজুত আছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply