বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের মতামত আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা জানান।
এর আগে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এসেছে। আইনি মতামত নেয়ার জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে সর্ব্বোচ পর্যায়ে সিদ্ধান্ত হবে। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, এই আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে না।
বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে পরিবার। আবেদনে এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।
/এমএন
Leave a reply