উচ্চতা বাড়লো আইফেল টাওয়ারের (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি নতুন একটি রেডিও অ্যান্টেনা স্থাপনের ফলে উচ্চতা বেড়েছে প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ারের।

মঙ্গলবার (১৫ মার্চ) হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে নতুন একটি রেডিও অ্যান্টেনা। এতে আইফেল টাওয়ারের উচ্চতা ছয় মিটার বেড়েছে বলে নিশ্চিত করেছে আইফেল টাওয়ার সোসাইটি। খবর ডয়েচেভেলের।

প্যারিস শহরতলীতে রেডিও সিগনালের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইফেল টাওয়ার সোসাইটি। তারা জানায়, প্যারিসে ডিজিটাল রেডিও সিগনাল পাঠানোর জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে। এ অ্যান্টেনা স্থাপনের পর এ দফায় ৬ মিটার বেড়ে আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়িয়েছে ৩৩০ মিটারে।

আইফেল টাওয়ারে নতুন রেডিও অ্যান্টেনা স্থাপনের ভিডিও

তবে এভাবে আইফেল টাওয়ারের উচ্চতা বৃদ্ধি এবারই প্রথম নয়। এর আগে, ২০০০ সালে আরেকটি রেডিও অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল।

প্রসঙ্গত, মহান ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে ১৯৮৯ সালে স্থপতি গুস্তাভ আইফেল নির্মাণ করেন বিশ্বখ্যাত এ স্থাপনাটি। প্যারিসের সবচেয়ে আইকনিক এ ট্যুরিস্ট স্পট দেখতে প্রতি বছর শহরটিতে যান প্রায় ৭০ লাখ পর্যটক। ১০০ বছর আগে প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এ পর্যটনকেন্দ্র থেকেই শুরু হয়েছিল প্রথম ফরাসি রেডিও অনুষ্ঠানের সম্প্রচার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply