দুঃসময়ে ভক্তদের সুখবর দিলো চেলসি

|

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হলে চেলসির ঘরে হানা দেয় অস্থিরতা। অথচ কয়েকদিন আগেও চেলসির যেন ‘সুখী পরিবার’ই ছিল। ইউরোপীয় চ্যাম্পিয়নরা জিতেছিল ক্লাব বিশ্বকাপও।

মস্কো কিয়েভে হামলা চালালে রাশিয়ানরা নানা বাধার সম্মুখীন। রুশ মালিক রোমান আব্রামোভিচের কারণে চেলসিও একই বিড়ম্বনায়। পরিস্থিতিটা পক্ষে নেই মোটেও, ক্লাবটির ভবিষ্যৎ আপাতত ঘোলাটেই। ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত, দর্শকদের মাঠে আসতে নিষেধ এবং অর্থ আয়ের সব রাস্তা বন্ধ ক্লাবটির।

এমন পরিস্থিতিতে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লিলের মুখোমুখি হয়েছিল চেলসি। ফরাসি ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার আশাটা বাঁচিয়ে রেখেছে দ্য ব্লুজরা। এর আগের লেগেও ২-১ গোলে জয় পায় চেলসি। তাতে ৪-২ গোলের সামগ্রিক জয় নিয়ে দলটি পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

অবশ্য ম্যাচে প্রথমেই এগিয়ে গিয়েছিল লিল। পেনাল্টি থেকে ম্যাচের ৩৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেয়নি টমাস টুখেলের শিষ্যরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জর্জিনিওর বাড়ানো থ্রু প্রথম ছোয়াতেই প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড পুলিসিক। ম্যাচের ৭১ মিনিটেও গোল পেয়ে বসে চেলসি। এবার ত্রাতার ভূমিকায় ছিলেন চেজার অ্যাজপিলিকুয়েতা।

এরপর ম্যাচে আর কোনো গোল না হলে স্বস্তির নিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। আর বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিযনস লিগ জেতার আশা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply