বিশেষ অভিযানে মুক্ত মেলিতপোলের মেয়র

|

ছবি: সংগৃহীত

বিশেষ অভিযান পরিচালনা করে রুশ বন্দিদশা থেকে মেলিতপোলের মেয়র ইভান ফিওদোরভকে মুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী। বুধবার (১৬ মার্চ) এ দাবি করেছে ইউক্রেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির অফিসের ডেপুটি হেড কাইরলো তিমোশেঙ্কো একটি ভিডিওবার্তায় বলেন, জাপোরঝিয়ার অধিবাসীদের জন্য সুখবর! মেলিতপোলের মেয়র ইভান ফিওদোরভকে মুক্ত করার জন্য পরিচালিত বিশেষ অভিযানটি সফলতার সাথে সমাপ্ত হয়েছে।

তিমোশেঙ্কো জানান, ফিওদোরভ এখন মুক্ত এবং ইউক্রেন সরকার তার নিজেদের লোকদের কখনও ত্যাগ করবে না। তিনি বলেন, ইউক্রেনীয় মেলিতপোলের মেয়র হিসেবে নিজ দায়িত্ব পালনে খুব শিগগিরই ফিরবেন ইভান।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধাপরাধী বলায় বাইডেনের ওপর ক্ষেপেছে মস্কো

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply