বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

|

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে সমাধি সৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিউগল, দেয়া হয় গার্ড অব অনার। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধুর সমাধিতে।

আরও পড়ুন: মহানায়কের জন্মদিন আজ

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply