বাবা-মায়ের সাথে বেড়াতে এসে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

|

নিহত দুই বোন।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় কুলিক নদীতে গোসল করতে গিয়ে সানজিদা আক্তার (১২) ও সুজনা আক্তার (৬) নামের দুইবোনের মৃত্যু হয়েছে। সানজিদা ও সুজনা ওই এলাকার ঘনস্যামপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে। শাহজাহান আলী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শবেবরাত উপলক্ষে ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বেড়াতে আসেন তিনি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে সুজনা ও সানজিদা দুই বোনসহ ৫ জন মিলে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। হঠাৎ সুজনা নদীর পানির গভিরে তলিয়ে যায়। এ সময় বোন সানজিদা তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেও পানির নিচে চোরা বালিতে তলিয়ে গেলে অন্য বোনেরা বাড়িতে খবর দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর তাদের দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply