অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে নেপালকে ৪-২ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আফিদা। অধিনায়ক সামসুন্নহারের কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৩০ মিনিটে দিপার গোলে সমতায় ফেরে নেপাল।
এর মিনিট তিনেকের মাথায় আকলিমার গোলে আবারও লিড নেয় গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। ৩৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন ইতি খাতুন। আর প্রথমার্ধের শেষ দিকে শাহেদার করা গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি লাল-সবুজ প্রতিনিধিরা। উল্টো ম্যাচের ইনজুরি সময়ে আমিশার গোলে ব্যবধান ৪-২ করলেও পরাজয় এড়াতে পারেনি নেপাল। অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোলটি করেন তিনি। তাতে প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে হারা দলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে।
Leave a reply