যুদ্ধ-আগ্রাসন-তাণ্ডবলীলার মধ্যেও থেমে নেই নতুন প্রাণের আগমন। জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন ইউনিসেফ বলছে, রাশিয়ার চলমান অভিযানের মধ্যেও ইউক্রেনে জন্মেছে ৫ হাজার শিশু। তবে যুদ্ধের মধ্যে দেশটিতে এসব নবজাতকদের ভবিষ্যৎ এবং স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ইউনিসেফ। সেই সাথে মায়ের স্বাস্থ্য নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করেছে সংস্থাটি।
ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে পাওয়া তথ্য থেকেই মিলেছে শিশু জন্মহারের এসব হিসাব। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে বলা হয়, প্রত্যেক সদ্য ভূমিষ্ঠের সাথে জড়িত ভিন্ন একটি গল্প। অনেকের জন্মের সময়ই হাসপাতালে চলছিল গোলাবর্ষণ। আবার সীমান্তে ভূমিষ্ঠ হয়েছে বহু শিশু। নতুন প্রজন্মের জন্যই অবিলম্বে শান্তি প্রণয়ন করা জরুরি এমন দাবি তুলেছে ইউনিসেফ।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত হামলার শিকার হয়েছে ইউক্রেনের ৪৩টি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্র। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন।
এসজেড/
Leave a reply