সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোর জেলা কারাগারে মাদক মামলার কয়েদি ওসমান শেখের (৩৩) মৃত্যুর প্রায় ৭ ঘন্টা পর আনছের আলী (৪৬) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে আনছের আলীর বুকে ব্যাথা অনুভূত হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।
এর আগে রাত সোয়া ৮ টার দিকে মাদক মামলার কয়েদি ওসমান শেখ মারা যায়। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, গত ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ওসমান শেখের সাজা হয়। সেদিন থেকেই ওসমান জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন।
অপরদিকে, আনছার আলীকে চলতি বছরের ১৭ জানুয়ারি নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আনা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় প্যানেল কোডে মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে তার বুকে ব্যথা শুরু হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. এম এ মোমিন জানান, আনছার আলীকে বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটের সময় বুকে ব্যথা নিয়ে ভর্তি করানো হয়। পরে রাত ৩টা ৫৮ মিনিটের সময় তিনি মারা যান। এছাড়া রাত ৮টার পর মৃত অবস্থায় কয়েদি ওসমান শেখকে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
/এসএইচ
Leave a reply