লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে বালু মহল এলাকা থেকে আবুল কালাম নামের এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাবুল মেম্বারের বালুর ড্রেজিংয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে আঘাত পেয়ে তিনি মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত শ্রমিক উপজেলার চর আলী হাসান গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে লঞ্চ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বালু ব্যবসায়ী বাবুলের অবৈধ ড্রেজার মেশিনে কাজ করছিলেন কালাম। মধ্যরাতে হঠাৎ তিনি মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ড্রেজিং মেশিনের আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মমিনুল হক জানান, মরদেহের মাথায় পেছনে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply