স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে আমির হামজার নাম বাদ

|

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার ২০২২ এর তালিকা থেকে মরহম মো. আমির হামজার নাম বাদ দিয়েছে সরকার। সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজার নাম বাদ দিয়ে শুক্রবার (১৮ মার্চ) সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ১৫ মার্চ স্বাধীনতা পুরস্কার ২০২২ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল, এ বছর ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কারটি দেয়া হচ্ছে। তবে, সমালোচনার মুখে সংশোধিত বিজ্ঞপ্তিতে আমির হামজার নাম বাদ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘আমির হামজা’ কে?

প্রসঙ্গত, ১৫ মার্চ প্রকাশিত মনোনীতদের তালিকায় আমির হামজার নাম দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। দেশের সাহিত্য অঙ্গনের বেশিরভাগেই তাকে চিনতে পারছিলেন না। খুঁজেও পাচ্ছিলেন না তার উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম। তখন যমুনা নিউজ সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে। আমির হামজা সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা জানিয়েছিলেন, তিনি তাকে চেনেন না। বলেছিলেন, আমি তার সম্পর্কে জানি না। হয়তো এমনও হতে পারে তিনি নিভৃতচারী কোনো লেখক। অনেক নিভৃতচারী পল্লি সাহিত্যিক থাকেন যাদের সেভাবে কেউ চেনে না। তবে আমি ওনাকে চিনি না, এ কথা বলতে দ্বিধা নেই।

লেখক আহমাদ মাযহারের কাছেও জানতে চাওয়া হয়েছিল আমির হামজার প্রসঙ্গে। তিনিও তাৎক্ষণিক তার সম্পর্কে কিছু বলতে পারেননি। তার মতে, হয়তো এমনও হতে পারে, আমির হামজা অনেক কাজই করেছেন সেগুলো প্রচার পায়নি। তবে আমাদের দেশের পুরস্কার দেয়ার পদ্ধতিতে নানা ত্রুটি আছে। রাষ্ট্র এখনও পরিপক্ক না, এর প্রভাব পুরস্কারগুলোতেও দেখা যায়। বিশেষ করে যে সকল পুরস্কার আমলারা নির্ধারণ করেন সেখানে সৃষ্টিশীলতার চেয়ে ব্যক্তির পরিচয়, যোগাযোগ অনেক মুখ্য হয়ে উঠে। মাঝে মাঝে কিছু গ্রহণযোগ্য ব্যক্তিকে পুরস্কৃত করে এসকল পুরস্কারকে গ্রহণযোগ্য করার চেষ্টা করা হয়। আবার লেখকদের অনেককেই আমি দেখি পুরস্কারের জন্য কাঙাল হয়ে থাকেন অথবা জবরদস্তি করে পুরস্কার পাওয়ার চেষ্টা করেন।

অনলাইনে বই বেচাকেনার প্লাটফর্ম রকমারি ডটকমে লেখক আমির হামজার একটি বই খুঁজে পাওয়া যায় ওইদিনই। ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ শীর্ষক গানের বইটি তার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ বলে সেখানে উল্লেখ করা হয়েছে। বইটির লেখক পরিচিতিতে আমির হামজা সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া গেছে। সেখানে লেখা আছে, কবি আমির হামজার জন্ম ১৯৩১ সালে, মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে। কৈশোরে পিতৃহীন হওয়ায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা তার খুব বেশি এগোয়নি, পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। এরমধ্যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন বরিশাট কাজীপাড়া সরকারি বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে। তার বাবা ইমারত সরদার মা অবিরন। কবি আমির হামজা একাধারে কবি গীতিকার ও সুরকার।

এছাড়া গত কয়েকদিনে আমির হামজার সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে সরকার তার নাম বাদ দিয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও সিরাজুল হক (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম পাচ্ছেন এ পুরস্কার। আর স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেনকে (মরণোত্তর) এ পুরস্কার দেওয়া হচ্ছে। আর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা, অসামান্য আত্মত্যাগ ও অসাধারণ অবদানের জন্য যারা চিরস্মরণীয় হয়ে আছেন এবং শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের সম্মান জানাতে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply