বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ টিকা কর্মসূচি, কাদের দেয়া হবে এত টিকা?

|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা জানান। যারা এখনও কোনো টিকা নেয়নি, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যারা দুইটি ডোজই নিয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে তারাও থাকবে এ টিকার আওতাভুক্ত।

শুক্রবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে অন্তত তিন কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেয়া হবে। প্রথম, দ্বিতীয় ও বুস্টার, তিন ডোজের টিকাই এ কর্মসূচির আওতায় থাকবে। অর্থাৎ যারা এখনও কোনেসা টিকা

দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির আজ প্রথম দিন হওয়ায় টিকাকেন্দ্রে তেমন ভিড় নেই। ফলে ভোগান্তি ছাড়া টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

এ কর্মসূচি নিয়ে জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে প্রতিনিয়তই একটা মাইলফলক হয়। কিছুদিন আগে একদিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। আমরা একটি প্রোগ্রাম করছি। এ কার্যক্রমটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী শুরু হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কর্মসূচি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply