দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

|


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ম ম্যাচে স্বাগতিকদের উদ্দেশে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ।

মন্থর সূচনার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৩১৫ রানকে বেশ বড় সংগ্রহই বলা যায়। শুরুতে তামিম-লিটনের উদ্বোধনী জুটি ৯৫ রান যোগ করে টাইগারদের স্কোরকার্ডে। কিছুক্ষণের ব্যবধানে লিটন,তামিম ও মুশফিক বিদায় নিলে চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সাথে জুটি গড়েন সাকিব আল হাসান। তাদের দুজনের ব্যাট থেকে আসে ১১৫ রান। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ড্রেসিং রুমের পথে হাঁটেন উভয়েই।  

এ ম্যাচে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব আল হাসান। প্যাভেলিয়নে ফেরার আগ পর্যন্ত সংগ্রহ করেন ৭৭ রান। অন্যদিকে, অর্ধশতকের মাইলফলক ছুঁয়েছেন ইয়াসির আলী ও লিটন দাস। তবে আজকে সুবিধা করতে পারেননি মুশফিক ও আফিফ।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২৪ রান তুলতে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। এই হাফসেঞ্চুরির আগে সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ ৫০ বা তার বেশি রান করেন তিনি।

একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথমবারের মতো বাংলাদেশের তিন ব্যাটসম্যান ৫০ পেরোন। লিটন দাস, সাকিব আল হাসানের পর ইয়াসির আলীও ছুঁয়েছেন অর্ধশতক। সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের এমন ঘটল ২৪ বার। আর এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৪টি করে কমপক্ষে ৫০ রানের ইনিংসের ঘটনা আছে ৩টি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply